হাওযা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী, কারবলা নগরের ইমামবাড়া হযরত আলী আসগর (আ.) খানকাহ কাদরিয়ায় জশ্নে সাদিকাইন (আ.) শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ২০০ জন নারী-পুরুষ অংশ নেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হযরত পীর-এ-তারিকত মাওলানা রশাদাত আলী আল-কাদরি। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন মাওলানা শাব্বীর মোলাই এবং হুজ্জাতুল ইসলাম ড. রিজওয়ানুস সালাম খান। অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন মাওলভি মুজীবুর রহমান, মাওলানা নাসিরউদ্দিন রিজভী এবং শান্তিনিকেতন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইজাজ হুসেইন।
অনুষ্ঠানটি শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে। শিশু-কিশোর ছেলেমেয়েরা রাসূলুল্লাহ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর সম্মানে নাত ও মুনক্ববত পরিবেশন করে। ইরান সফর থেকে প্রত্যাবর্তনের পর পীর-এ-তারিকতের উষ্ণ অভ্যর্থনাও জানানো হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে কোরআন ও আহলে বাইতের (আ.) শিক্ষা, হযরত আবু তালিব (আ.)-এর ভূমিকা, রাসূলুল্লাহ (সা.) এর বায়সাতের উদ্দেশ্য এবং ইমাম জাফর সাদিক (আ.)-এর জ্ঞানভিত্তিক অবদানের উপর আলোকপাত করেন।
আপনার কমেন্ট